যথাযোগ্য মর্যাদায় কুমিল্লার লাকসামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, পৌর পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন সহযোগি সংগঠন পৃথক পৃথকভাবে দিবসটি পালন করেছে।
সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্তরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ইউএনও মাহফুজা মতিন। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট ইউনুস ভূঁইয়া, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি তাবারক উল্ল্যাহ কায়েস, পৌর মেয়র, উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যাপক মো. আবুল খায়ের, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. মহিতুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মনোহর আলী তোতা, অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন ভূইঁয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরাসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন পৃথক পৃথকভাবে আলোচনা সভা করেছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন মসজিদ মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে দোয়া প্রার্থনা এবং শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা ও কুইজের আয়োজন করেছে। বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা কর্তৃপক্ষ শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।