সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৫ আগস্টের জাতীয় শোক দিবস উদযাপন করেছে। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যদায় দিবসটি উদযাপন করা হয় ।
সকাল ৮ টায় শ্রদ্ধাঞ্জলি ৯ টায় শোক র্যালি শুভাযাত্রা ১১ টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । মধ্যনগর সদর বিশ্বেশ্বরী পাবলিক স্কুল এন্ড কলেজের শহিদ মিনার চত্বরে, সকাল ৮ টায় বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধার সাথে, সুনামগঞ্জ ১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন শ্রদ্ধাঞ্জলি পূস্পতব অর্পন করেন।
পরে উপজেলা প্রশাসন এর পক্ষে, ইউ এন ও নাহিদ হাসান খান, পুলিশ প্রশাসন, ও সি জাহিদুল হক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুল ইসলাম,চেয়ারম্যান নূরনবী তালুকদার, সঞ্জীব রঞ্জন তালুকদার, আলমগীর খসরু, রাসেল আহমেদ, সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান, বিশ্বেশ্বরী পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, আওয়ামী লীগের সভাপতি গিয়াসউদ্দিন নূরী, সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক কুতুবউদ্দিন তালুকদার, মোবারক হোসেন তালুকদার,প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মান্নান, যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, যুগ্ম সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি,যুব মহিলা লীগ সভাপতি শান্তা চৌধুরী, খাদ্য গুদাম রবিন কুর্মি,ভূমি অফিস আক্রাম হোসেন, ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর আলম খান, শ্রমিকলীগ সভাপতি এস এম সামছুউদ্দিন শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
এরপর ১১ টায় বিশ্বেশ্বরী পাবলিক স্কুল এন্ড কলেজ হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান এর সভাপতিত্বে প্রভাষক পূর্নিমা চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান, ও সি জাহিদুল হক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুল ইসলাম, অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার, সাবেক চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, আওয়ামী লীগের সভাপতি গিয়াসউদ্দিন নূরী, সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক কুতুবউদ্দিন তালুকদার, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মান্নান, যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, যুগ্ম সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি সাবেক ছাত্রলীগ সভাপতি পারভেজ আহমদ ও ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর আলম খান প্রমুখ।