ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

শাহরুখ খানের নামে এবার বৃত্তি

পড়াশোনা যে শাহরুখের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তা বরাবরই প্রতিটি সাক্ষাৎকারে বলে এসেছেন নায়ক। সেই প্রমাণই মিলল আরও একবার।


বিনোদন ডেস্ক | আপডেট: সোমবার, আগস্ট ১৫, ২০২২

শাহরুখ খানের নামে এবার বৃত্তি
ভারতীয় শিক্ষার্থীদের জন্য সুখবর। ভারতীয় চলচ্চিত্র উৎসবের সহযোগিতায় মেলবোর্নের 'লা ট্রোব বিশ্ববিদ্যালয়' ঘোষণা করেছে নতুন বৃত্তির।

২০২০ সালে ভারতীয় শিক্ষার্থী গোপিকা কোত্তোনথারাইল ভাসিকে প্রদান করা হয় 'শাহরুখ খান লা ট্রোব বিশ্ববিদ্যালয়' বৃত্তি। অবশেষে ২০২২ সালে সেই বৃত্তি নিয়ে পিএইচডির জন্য অস্ট্রেলিয়ায় পাড়ি দিলেন তিনি। বিশ্বে মৌমাছির সংখ্যা রক্ষায় নতুন কৌশল নিয়ে গবেষণা করছেন তিনি।

গবেষণা করতে ইচ্ছুক এমন আরেকজন নারীকে বৃত্তি দেওয়ার প্রস্তাবও অনুমোদন দিয়েছেন কিং খান।

পড়াশোনা যে শাহরুখের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তা বরাবরই প্রতিটি সাক্ষাৎকারে বলে এসেছেন নায়ক। সেই প্রমাণই মিলল আরও একবার। উচ্চশিক্ষায় সাহায্যের জন্য এগিয়ে এলেন অভিনেতা নিজেই। 

সূত্র: আনন্দবাজার