ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ট্রাক ও কাভার্ডভ্যানের তেলের ট্যাংকি হতে গোপনে তেল চুরি

জেলা প্রতিনিধি | আপডেট: সোমবার, আগস্ট ১৫, ২০২২

ট্রাক ও কাভার্ডভ্যানের তেলের ট্যাংকি হতে গোপনে তেল চুরি
কুমিল্লায় ১৬০০ লিটার চোরাই ডিজেলসহ সাইফুল ইসলাম রনি নামে চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ সিপিসি ২।

রোববার (১৪ আগস্ট) সকালে জেলার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ১৬০০ লিটার চোরাই ডিজেল উদ্ধার এবং চোরাই ডিজেল পরিবহণের কাজে ব্যবহৃত ১টি মিনি পিকআপ জব্দ করা হয়।

গ্রেফতারকৃত চোরাকারবারি সাইফুল ইসলাম রনি (১৯) জেলার বুড়িচং উপজেলার পরিহলপাড়া গ্রামের মো. শাহআলমের ছেলে।

র‌্যাব ১১ সিপিসি ২ এর অধিনায়ক মেজর সাকিব হোসেন এক বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত রনি তেল সংঘবদ্ধ তেল চোর চক্রের সক্রিয় সদস্য। সে কুমিল্লা জেলার বিভিন্ন ডিপো থেকে এবং দূরপাল্লার ভারি যানবাহনগুলো রাতে চলাচলের সময় চালকরা ক্লান্ত হয়ে রাস্তার পাশে পার্কিং করে বিশ্রাম নিলে বা ঘুমিয়ে গেলে সে সুযোগ কাজে লাগিয়ে তেল চুরি করে। সে দীর্ঘদিন যাবত জব্দকৃত পিকআপের ওপর বিশেষ কায়দায় তেলের ড্রাম সেট করে মহাসড়কে চলাচলরত ট্রাক ও কাভার্ডভ্যানের তেলের ট্যাংকি হতে গোপনে তেল চুরি করে আসছিল।

রনির বিরুদ্ধে জেলার বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন তিনি।