Can't found in the image content. মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধি | আপডেট: সোমবার, আগস্ট ১৫, ২০২২

মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত
শোক র‌্যালি ও আলোচনা সভা ও দোয়া মহফিলের  আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুর জেলার  বিভিন্ন স্থানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও  জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ সোমবার  সকাল সাড়ে ৮  টার সময় জেলা প্রশাসনের উদ্যোগে  স্বাধীনতার স্থপতি ও  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, শোক র‌্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান, এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী  উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল,পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইয়ারুল ইসলাম প্রমুখ।  

অন্যদিকে গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে  আজ সোমবার সকাল ১০ টা ৪৫ মিনিটের  সময় গাংনী উপজেলা  চত্বরে  স্বাধীনতার স্থপতি ও  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, সংক্ষিপ্ত আলোচনা সভার  সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম। 

এসময় উপস্থিত  ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক,সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন,গাংনী উপজেলা  সহকারী ভূমি কমিশনার নাজমুল আলম, গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী,গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক,গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট রাশেদুল ইসলাম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন প্রমুখ।

 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত  রাখার মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়েছে।

আজ সোমবার  সকাল ১০ টার  সময়  গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মকলেছুর  রহমান মুকুলের সভাপতিত্বে  আলোচনা সভায় উপস্থিত ছিলেন  মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি  মোহাম্মদ শাহিদুজ্জামান  খোকন এমপির  পক্ষ থেকে একটি বিশাল শোক র‌্যালি শুরু হয়ে গাংনী উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়। সেখানে  সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে  বিশেষ দোয়া মাহফিল এবং তবারক বিতরণ করা হয়।