Can't found in the image content. ছাত্রাবাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

ছাত্রাবাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা

জেলা প্রতিনিধি | আপডেট: রবিবার, আগস্ট ১৪, ২০২২

ছাত্রাবাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা
ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বহিরাগতরা। শনিবার (১৩ আগস্ট) রাতে সাড় ৮টার দিকে ইনস্টিটিউটের শাহীন ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। এতে পাঁচ ছাত্র আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর ফেনী-চট্টগ্রাম পুরাতন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে পুলিশ ও ইনস্টিটিউটের প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ তুলে নেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী শিক্ষাথীরা জানান, একদল বহিরাগত দুর্বৃত্ত শাহীন ছাত্রাবাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী চিৎকার শুরু করেন। শিক্ষাথীদের আরেকটি অংশ বহিরাগতদের প্রতিহত করা চেষ্টা করেন। এক পর্যায়ে তাদের প্রতিরোধের মুখে বহিরাগতরা চলে যায়। এরপর শিক্ষার্থীরা ইনস্টিটিউটের সামনে ফেনী-চট্টগ্রাম পুরাতন মহাসড়ক অবরোধ করেন। এতে ফেনী ছাগলনাইয়া-পরশুরাম ও ফুলগাজি সড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

ফেনী মডেলর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।