সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর বাজারে বাংলাদেশ রেড ক্রিকেন্ট সোসাইটির আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে জরুরী খাদ্য সামগ্রী বিতরন করেছে। ১৩ আগস্ট রোজ শনিবার ২ ঘটিকার সময় মধ্যনগর উপজেলা সদর অটোমিলের সামনে ।
আওয়ামী লীগের সমন্বয়ে এ বিতরন অনুষ্টিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন, মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর খসরু, আওয়ামিলীগের সাধারন সম্পাদক পরিতোষ সরকার, মধ্যনগর ইউনিয়নের ইউপি সদস্য সনেট তালুকদার, প্রানগোপাল চৌধুরী, রানু চক্রবর্তী সহ জনপ্রতিনিধিগন সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন বলেন, বাংলাদেশ রেড ক্রিকেন্ট সোসাইটি কর্মীরা ২০ লাখ বন্যাবাসী মানুষের পাশে থেকে বন্যার দুর্যোগে ঝাঁপিয়ে পরেছেন এবং কোনো দিদাদন্ধ ও সময় নষ্ট না করেই প্রত্যেকেই যে যার অবস্থান থেকেই কাজ করে যাচ্ছেন।