কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস পালনের জন্য প্রস্তুতি সভা সম্পন্ন করেছে।
শুক্রবার (১২ আগস্ট) দুপুরে কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের জন্য প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
জানা যায়, জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচী, মিলাদ মাহফিলএর আয়োজন করবে। এবং অত্র ইউনিটের সকল ইউনিয়নের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে সক্রিয়ভাবে উপজেলা পর্যায়ে শোকসভায় অংশ গ্রহণের কথা বলা হয়েছে।
কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল রানা জানান, দীর্ঘ বছর পর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি আসায় আমরা নতুন উদ্যমে আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করতে যাচ্ছি। উপজেলা বিভিন্ন ইউনিটের সকল নেতা-কর্মীদের নিয়ে আমরা বিভিন্ন কর্মসূচী পালনের উদ্যোগ নিয়েছি। আশা করি সুন্দরভাবে সকল আয়োজন সম্পন্ন করতে পারব আমরা।
এছাড়া ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক-১ আওয়াল মিয়া বলেন, শোকের মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের মাধ্যমে জাতির পিতার নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি কর্মী বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করি।
এসময় উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা ছাত্রলীগের সহ সম্পাদক মানিক মির্জা, সাগর আহম্মেদ প্লাবন, জেলা ছাত্রলীগের সদস্য মেহেদী হাসান প্রমুখ।