ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

মধুপুরে শিশু ধর্ষণের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

হাফিজুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ১১, ২০২২

মধুপুরে শিশু ধর্ষণের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
টাঙ্গাইলের মধুপুরে দুই গারো বর্মণ শিশু ধর্ষণের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার (১১ আগস্ট২২)ইং সকালে উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ২৫ মাইল বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জলছত্র হরিসভা, বাগাছাস, জিএসএফ সহ কয়েকটি সংগঠন ও এলাকাবাসী এ মানববন্ধের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্যে রাখেন- নির্যাতিত শিশুর বাবা নারায়ণ দেব বর্মণ নির্যাতিত শিশুর বাবা নারায়ন মানখিন বর্মণ, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের সভাপতি জন জেত্রা, গারো ছাত্র ফেডারেশনের সভাপতি লিয়াং রিছিল, জলছত্র হরিসভার সাধারণ সম্পাদক দেবদাস জেংসাম, বাগাছাসের মধুপুর শাখার সভাপতি নিউটন মাঝি, বেরীবাইদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক  মিলন দফো, গারো ছাত্র ফেডারেশনের  সদস্য সচিব অজয় এ চিসিম,জলছত্র ট্রাক ডাইভার্স ইউনিয়নের দপ্তর সম্পাদক হাছান মিয়া ও এলাকাবাসী রেজিনা বর্মণ প্রমূখ।

মানবন্ধনে নির্যাতিত শিশুর বাবা নারায়ণ দেব বর্মণ সহ বক্তারা বলেন, দুই গারো বর্মণ শিশু ধর্ষণের অভিযোগে আটক নান্টু পাল জেল হাজতে থাকায় তার সহযোগী আশু পাল, প্রমিলা পাল, স্বপন পাল, অঞ্জনা পাল সহ তার আত্মীয় স্বজনরা মামলার বাদীদের সহ পরিবারের অন্যান্য সদস্যদের উপর ভীয়ভীতি দেখিয়ে মামলা প্রত্যাহারের চাপ প্রয়োগ করছে বলে তারা অভিযোগ করেন। 

এসময় বক্তারা অভিযুক্ত নান্টু পালের ফাঁসি দাবী করে প্রশাসনের সার্বিক সহযোগীতা কামনা করেন। মানবন্ধনে স্থানীয় গারো-বর্মণ সম্প্রদায়ের লোকজন সহ স্থানীয় এলাকাবাসী অংশ নেয়। মানববন্ধন শেষে ২৫ মাইল বাজার থেকে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল শুরু হয়ে জলছত্র বাজার প্রদক্ষিণ করে।

উল্লেখ্য,গত ৪ আগস্ট উপজেলার জলছত্র এলাকার বাসুদেব দাসের ৬ বছরের শিশু কন্যা ও তার মামা নারায়ন দেব বর্মণের ৫ বছরের শিশু কন্যা কে প্রতিবেশী নান্টু পাল(৫০)এর বাড়ীতে বেড়াতে গেলে কেউ বাড়ীতে না থাকার সুযোগে ফাঁকা বাড়ীরেত তার ঘরের ভিতরে নিয়ে ধর্ষণ করেন। এঘটনায় বাসু দেব দাস বাদী হয়ে নান্টু পালের বিরুদ্ধে ঘটনার পরের দিন ৫ আগস্ট তারিখে মধুপুর থানায় ধর্ষণ চেষ্টা মামলা করেন। শিশু দুই জনকে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। এঘটনায় অভিযুক্ত নান্টু পাল কে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছেন।