Can't found in the image content. ইন্দুরকানীতে কয়েক দিনের টানা বৃষ্টিতে ১৫ গ্রাম প্লাবিত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ইন্দুরকানীতে কয়েক দিনের টানা বৃষ্টিতে ১৫ গ্রাম প্লাবিত

উপজেলা প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ১১, ২০২২

ইন্দুরকানীতে কয়েক দিনের টানা বৃষ্টিতে ১৫ গ্রাম প্লাবিত
পিরোজপুরের ইন্দুরকানীতে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে ১৫ গ্রাম প্লাবিত হয়েছে। জানা যায়, উপজেলায় বুধবার ভোর রাত থেকে বাতাস, টানা বর্ষণ ও বেড়িবাঁধ ভেঙ্গে পাড়েরহাট বন্দর বাজার, টগড়া, ইন্দুরকানী, সেতিবাড়িয়া, কালাইয়া, চাড়াখালী, সাঈদখালী, বালিপাড়া, চরবলেশ^র, কলারণ চন্ডিপুর, খোলপটুয়া, ভবানীপুর, ও পত্তাশী সহ নিম্নাঞ্চল তলিয়ে গেছে। ভেসে গেছে জমির ফসল, ইরি ধান, মাছের ঘের ও পুকুর।


এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।

কচাঁ ও বলেশ্বর নদীর তীরবর্তী টগড়া গ্রামের ইউপি সদস্য আ. রাজ্জাক জানান, রাত থেকে টানা বর্ষণে বেড়িবাঁধ না থাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তিন থেকে চার ফুট পানি বৃদ্ধি হওয়ায় মাছের ঘের, ইরি ধান, ও জমির ফসল ডুবে গেছে।


ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এড. এম মতিউর রহমান বলেন, কচা ও বলেশ্বর নদীর বেড়িবাঁধ নষ্ট হয়ে গেছে। নিম্নচাপের প্রভাবে বেড়িবাঁধ ভেঙ্গে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভাঙ্গা বেড়িবাধেঁর ঘটনা স্থান  পরিদর্শন করেছি। পানিবন্দি মানুষের জন্য সরকারী ভাবে দেওয়া সাহায্য অব্যহত থাকবে।