ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫ | ৪ চৈত্র ১৪৩১

EN

ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে গালি দেওয়ায় গাংনীতে যুবক গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ১১, ২০২২

ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে গালি দেওয়ায় গাংনীতে যুবক গ্রেফতার
তেলের মূল্যে বৃদ্ধি পাওয়ায় ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে গালি দেওয়ায় মেহেরপুরের গাংনীতে আবু তালেব নামের এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দিবাগত মধ্যে রাতে উপজেলার গাড়াবাড়িয়া গ্রাম থেকে আবু তালেবকে গ্রেফতার করেছে পুলিশ। আবু তালেব কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের হারুন অর রশিদ হারুর ছেলে। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে গালি দেওয়ায় গাংনী উত্তরপাড়ার আবুল খায়েরের ছেলে শেখ আসাদুজ্জামান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে। মামলা নং ০৮ তাং ১১.০৮.২২ খ্রি.। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশিকুর রহমান জানান,মামলার আসামী আবু তালেবকে গ্রেফতার করার পর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।