ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জুলাই ৫, ২০২৪ |

EN

ভাইরাল হওয়া সেই যুবলীগ নেতার অস্ত্রের লাইসেন্স বাতিল

জেলা প্রতিনিধি | আপডেট: বুধবার, আগস্ট ১০, ২০২২

ভাইরাল হওয়া সেই যুবলীগ নেতার অস্ত্রের লাইসেন্স বাতিল
অবশেষে অস্ত্র হাতে ভাইরাল হওয়া সেই যুবলীগ নেতা মনিরুজ্জামান জুয়েলের অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়। বুধবার (১০ আগস্ট) সকালে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিউলি রহমান তিন্নী বিষয়টি নিশ্চিত করেছেন।

এতে উল্লেখ করা হয়, যুবলীগ নেতা মোস্তফা মনিরুজ্জামান জুয়েলের নামে ইস্যুকৃত অস্ত্রটি দেখতে সামরিক বাহিনীর অস্ত্রের মতো মনে হলেও এটি পয়েন্ট ২২ (.২২) বোর জিএসজি-৫ মডেলের রাইফেল। এ অস্ত্রটি প্রদর্শন করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করায় তার মালিকানাধীন আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স বাতিলের সুপারিশের পরিপ্রেক্ষিতে সেটির লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০১৬-এর অনুচ্ছেদ ২(ক) এবং অস্ত্র আইন ১৮৭৮-এর ১৮(ক) ধারা অনুযায়ী কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় থেকে ইস্যু করা তার আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স বাতিল করা হলো।

জানা যায়, গত ১৪ জুলাই আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে যুবলীগ নেতা মনিরুজ্জামান জুয়েলের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরদিন মনিরুজ্জামান জুয়েলের স্ত্রী আগ্নেয়াস্ত্রটি চৌদ্দগ্রাম থানায় জমা দেন এবং গত ১৭ জুলাই যুবলীগ নেতা জুয়েলকে চেক জালিয়াতির মামলায় গ্রেপ্তাতারের পর কারাগারে পাঠানো হয়। 

এদিকে যুবলীগ নেতা মনিরুজ্জামান জুয়েলের ছবিটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর দেশব্যাপী বেশ আালোড়ন সৃষ্টি হয়।