ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, জুন ২, ২০২৪ |

EN

বিরলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্ম বার্ষিকী পালন

জেলা প্রতিনিধি | আপডেট: সোমবার, আগস্ট ৮, ২০২২

বিরলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্ম বার্ষিকী পালন
বিরলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্দোগে, উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কমকর্তা কার্যালয়ের আয়োজনে, ৮ আগষ্ট ২০২২ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হযেছে। 

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফছানা কাওছার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরল থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধার ডেপুটি কমান্ডার রহমান আলী, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুফিয়া নাহার মঞ্জু।

অনুষ্ঠানের আগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয় এবং অনুষ্ঠান শেষে দুঃস্থ্য মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। 
অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা ইন্সট্রাক্টর মোস্তাফিজুর রহমান।