Can't found in the image content. মামলা দেওয়ায় নিজের মোটরসাইকেলে আগুন দিলেন চালক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

মামলা দেওয়ায় নিজের মোটরসাইকেলে আগুন দিলেন চালক

জেলা প্রতিনিধি | আপডেট: সোমবার, আগস্ট ৮, ২০২২

মামলা দেওয়ায় নিজের মোটরসাইকেলে আগুন দিলেন চালক
রাজশাহীতে কাগজ চেক করার সময় পুলিশ সার্জেন্টের ওপর রাগ করে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন এক চালক।

সোমবার (৮ আগস্ট) দুপুরে মহানগরীর হড়গ্রাম বাজারের অকটের মোড়ে এ ঘটনা ঘটে।

মোটরসাইকেল চালক মোহাম্মদ আশিক আলী তার ব্যক্তিগত অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেন।

রাজশাহী মহানগর ট্রাফিক পুলিশের সার্জেন্ট কাইমুর রহমান তার বিরুদ্ধে মামলা দিতে গেলে চালক আশিক মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেন।

তাৎক্ষণিকভাবে যুবক আসিফ আলীর বিস্তারিত পরিচয় জানা যায়নি।