ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

আদালত প্রাঙ্গণে ৪ বিচারপ্রার্থীর ওপর আইনজীবীদের হামলা

জেলা প্রতিনিধি | আপডেট: সোমবার, আগস্ট ৮, ২০২২

আদালত প্রাঙ্গণে ৪ বিচারপ্রার্থীর ওপর আইনজীবীদের হামলা
লক্ষ্মীপুর আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থী একই পরিবারের ৪ জনকে মারধর করেছেন আইনজীবীরা। সোমবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

পূর্ব শত্রুতার জের ধরে আইনজীবী সৈয়দ ফখরুল আলম নাহিদসহ তার ৮-১০ জন সহকর্মী এ হামলা চালান। এসময় ভিডিও করতে গেলে সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হন তারা।

আহতরা হলেন- মোহাম্মদ উল্লাহ (৬০), তার স্ত্রী আফরোজা বেগম (৫০), মেয়ে মাহিয়া আক্তার (২২) ও ছেলে আব্বাস হোসেন (২৮)। তারা রামগতি উপজেলার পশ্চিম চর কলাকোপা গ্রামের বাসিন্দা। আদালত পুলিশ তাদেরকে উদ্ধার করে এজলাসে নিয়ে যায়।

আহতরা জানায়, আইনজীবী নাহিদের সঙ্গে তাদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে মোহাম্মদ উল্লাহর। নাহিদের করা একটি মামলায় মোহাম্মদ উল্লাহ তার পরিবার নিয়ে আদালতে হাজিরা দিতে আসেন। নাহিদ আগে থেকেই হামলার প্রস্তুতি নিয়ে রেখেছিলো। পূর্বপরিকল্পিতভাবে নাহিদের পক্ষের আইনজীবীরা তাদের ওপর হামলা করেছে।

এ বিষয়ে অভিযুক্ত আইনজীবী ফখরুল আলম নাহিদ বলেন, আমি কিছুই জানি না।

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি নুরুল হুদা পাটওয়ার বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিচ্ছি। 

গত ১১ জুন সন্ধ্যায় চর কলাকোপা গ্রামে জমি সক্রান্ত বিরোধের সালিশি বৈঠকে প্রতিপক্ষের লোকজন আইনজীবী নাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে ওই ঘটনায় তিনি মামলা দায়ের করেন।