ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

ছাগলনাইয়ায় ১৬ লাখ টাকার ভারতীয় শাড়ীসহ ইউপি সদস্য আটক

জেলা প্রতিনিধি | আপডেট: সোমবার, আগস্ট ৮, ২০২২

ছাগলনাইয়ায় ১৬ লাখ টাকার ভারতীয় শাড়ীসহ ইউপি সদস্য আটক

ইউপি সদস্য আনোয়ার হোসেন অভি

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৮ নং  রাধানগর ইউনিয়ন পরিষদের ০৯ নং ওয়ার্ড সদস্য,উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, একুশে সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি  আনোয়ার হোসেন অভিসহ ৪ চোরা কারবারিকে আটক করেছে ফেনী গোয়েন্দা  (ডিবি) পুলিশ।
 
রোববার (৭ আগস্ট) ভোর সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের জঙ্গলমিয়া রাস্তার মাথা নামক স্থানে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অবস্থান নেয়।সন্দেহভাজন একটি সাদা রংয়ের কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করে ৮ লাখ ১০ হাজার টাকা মূল্যের  ৫১৫ পিস ভারতীয় শাড়ী এবং ৭ লাখ ১২ হাজার টাকা মূল্যের ২৭০ পিস থ্রীপিস ও লেহেঙ্গা আটক করে। এ সময় ২ চোরা কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃতরা হলো- ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পূর্ব মধুগ্রামের অজিউল হক চৌধুরীর ছেলে মোঃ নুরুল আলম প্রকাশ তুষার চৌধুরী ( ২৮ ), একই গ্রামের মৃত শরিয়ত উল্যাহর ছেলে একই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক একুশে সংবাদ পত্রিকার বিশেষ প্রতিবেদক মোঃ আনোয়ার হোসেন অভি ( ৩৫ ),একই গ্রামের আবুল বশরের ছেলে শাহাদাৎ হোসেন ( ১৮ ), এবং দক্ষিণ আধাঁরমানিক গ্রামের আবু তাহের এর ছেলে আব্দুল হালিম ( ২৮ )। 

এসময় অপর দুই আসামী পালিয়ে যেতে সক্ষম হয়।পলাতক আসামীরা হলো-  একই ইউনিয়নের মোকামিয়া গ্রামের নুরে আলমের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম ( ৪০ ) এবং শুভপুর ইউনিয়নের কৈয়ারা গ্রামের আব্দুল মজিদ প্রকাশ করিম উল্যাহ্ মেম্বারের ছেলে  মুন্না ( ৩৫ )।

এব্যাপারে ফেনী জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধারকৃত অবৈধ ভারতীয় শাড়ী ও লেহেঙ্গা আটকৃত  আসামীগণ ও পলাতক আসামী পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সীমান্ত দিয়ে অবৈধ পথে শুল্ক / কর ফাঁকি দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আনয়ন করত। ফেনী ও চট্টগ্রামসহ দেশের  বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছে। পলাতক আসামীকে গ্রেফতারের কার্যক্রম অব্যাহত আছে ।

এ ঘটনায় শৃঙ্খলা ভংগের অভিযোগে আসামী আনোয়ার হোসেন অভিকে দৈনিক একুশে সংবাদ পত্রিকা থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানা গেছে।