কক্সবাজারের কলাতলী হোটেল থেকে আবারও একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ আগস্ট) মধ্যরাতে শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের হোটেল সী-কক্সের ম্যানেজার খালেদ আশরাফ বাপ্পির লাশ হোটেলের স্টাফ কোয়ার্টার থেকে উদ্ধার করা হয়।
জানা যায়, নিহত খালেদ আশরাফ বাপ্পি (২৪) কক্সবাজার সদরের বাংলাবাজার কাজীর রোড এলাকার বাসিন্দা। তিনি কক্সবাজার সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। ওই হোটেলে তিনি পার্টটাইম চাকুরী করতেন বলে জানায় পুলিশ।
সী কক্স হোটেলের রিজার্ভেশন অফিসার অর্ণব জানায়, হোটেল থেকে কিছু দূরে পাহাড়ের সাথে লাগোয়া হোটেলের স্টাফদের কোয়ার্টার। ওখানে স্টাফরা রাত্রিযাপন করেন। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে হোটেলের ডিউটি শেষ করে বাপ্পি স্টাফ কোয়ার্টারে চলে যান। পরে তাকে মৃত অবস্থায় সেখান থেকে উদ্ধার করা হয়।
তবে নিহত খালেদ আশরাফ বাপ্পির ভাইয়ের দাবি, সে আত্মহত্যা করেনি বরং কেউ তাকে পরিকল্পিতভাবে খুন করেছে। এছাড়া তারা আইনি প্রক্রিয়ায়ও যাবে বলে জানান।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এরপরও যদি কোনো অভিযোগ পাই তবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, ঘটনাস্থলে এসে রুম তল্লাশি করে আলামত হিসেবে ফাঁসের একটি গামছা ও মোবাইল জব্দ করা হয়। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।