মেধাবী তরুণদের পড়াশোর পাশাপাশি ফ্রিল্যান্সার হয়ে কর্মদক্ষতা অর্জন করতে হবে। তথ্যপ্রযুক্তিকে আরও গুরুত্ব দিয়ে তরুণদের কাজের সুযোগ সৃষ্টি করেছে বর্তমান সরকার। আমাদের দেশের ছেলেমেয়েরাও অনেক মেধাবী। দেশ গড়ার কাজে তরুণরাই জাতির প্রাণশক্তি। দেশের উন্নয়নে তাদের দক্ষ জনশক্তি হয়ে গড়ে উঠার আহবান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি।
কৃষিমন্ত্রী ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে গতকাল শনিবার বেলা ১১ টায় টাঙ্গাইলে ধনবাড়ী মুশুদ্দি রেজিয়া কলেজে ফ্রিল্যাসিং প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
মন্ত্রী এ সময় আরো বলেন, আমাদের দেশে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে চাকুরির পিছে ছুটছে। কিন্তু নানান কারণে চাকুরি হচ্ছে না। চাকুরির চেষ্টার পাশাপাশি তাঁরাও ফ্রিল্যান্সার হতে পারবে। দেশে অনেক ফ্রিল্যান্সার ঘরে বসেই আয় করছে। তাঁরা আর চাকুরির পিছে ছুটছে না।
অনুষ্ঠানে সভাপত্বি করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন। এসময় আরও বক্তব্য দেন, তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়ের উপ-সচিব মোহাম্মদ আবুল হাশেম, উপ-পরিচালক মো. ফিরোজ সরকার, মুশুদ্দি রেজিয়া কলেজের অধ্যক্ষ কেশব চন্দ্র দাস, প্রেসক্লাব সম্পাদক আনছার আলীসহ অনেকে।
২০ দিনব্যাপী এ প্রশিক্ষণে ২৫ জন তরুণ অংশগ্রহণ করে। শেষে তাদের সনদ বিতরণ করা হয়।