Can't found in the image content. মায়ের সঙ্গে সিনেমা দেখলেন সাদাসাদা কালাকালা গানের হাশিম | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

মায়ের সঙ্গে সিনেমা দেখলেন সাদাসাদা কালাকালা গানের হাশিম

বিনোদন ডেস্ক | আপডেট: শনিবার, আগস্ট ৬, ২০২২

মায়ের সঙ্গে সিনেমা দেখলেন সাদাসাদা কালাকালা গানের হাশিম

ছবি: সংগৃহীত

সিনেমা মুক্তির আগেই ‘হাওয়া’র ‘সাদাসাদা কালাকালা’ গানটি প্রকাশ পাওয়ার পরই শুরু হয় ব্যাপক আলোচনা। গানটি অল্প কয়েকদিনের মধ্যে ভাইরাল হয়। এরপরই লাইমলাইটে আসেন গানের স্রষ্টা, অর্থাৎ গীতিকার হাশিম মাহমুদ।

গানটি জনপ্রিয়তা পাওয়ায় সিনেমাটিও দর্শকের আগ্রহের জায়গায় স্থান করে নেয়। দর্শক সিনেমা দেখতে হুমড়ি খেয়ে পড়েন হলে। আর এবার নিজের কথার গান ব্যবহার করা সেই সিনেমা পরিবারের সদস্যদের নিয়ে দেখলেন হাশিম মাহমুদ।

শুক্রবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে মা-ভাই ও স্বজনসহ ৫০ জনকে নিয়ে ‘হাওয়া’ সিনেমা দেখেছেন হাশিম মাহমুদ। এ সময় তার সঙ্গে নির্মাতা মেজবাউর রহমান সুমন, অভিনেতা চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষিও দেখেন সিনেমাটি।

সিনেমা দেখার পর হাশিম তার প্রতিক্রিয়ায় জানান, সিনেমাটি দেখে ভালো লেগেছে। এতে আমার সাদাসাদা কালাকালা গান ব্যবহার করা হয়েছে। দেশের মানুষ পছন্দ করে নিয়েছে গানটি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।

অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, চারুকলার ছাত্র আমি। সেখানে লেখাপড়ার সময় হাশিম ভাইকে আমিও পেয়েছি। তাকে ২৫-৩০ বছর ধরে চিনি। আর তার গান এখন সারাদেশের মানুষ শুনছে। এর থেকে আর বড় বিষয় কী হতে পারে।