দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যাটারী চালিত চার্জার অটো-রিক্সা চুরি করতে গিয়ে মিঠুন (৩৩) ও শাহাজাহান আলী বাবু (৩৫) নামে দুই চোরকে হাতেনাতে আটক করেছে গ্রামবাসীরা।
শুক্রবার দিবাগত রাত তিনটায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের গড়পিংলাই গ্রামে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চোরদের আটক করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় চার্জার অটো-রিক্সার মালিক গড়পিং লাই গ্রামের ইলিয়াছ উদ্দিনের ছেলে মজিবর রহমান বাদি হয়ে শনিবার সকালে ফুলবাড়ী থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
চুরির দায়ে আটক মিঠুন পার্বতীপুর উপজেলার পুকারিয়া গ্রামের ইয়াছিন আলীর ছেলে ও শাহাজাহান আলী বাবু নবাবগঞ্জ উপজেলার হরিপুর বাজারের মৃত শফিজ উদ্দিনের ছেলে।
ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, শুক্রবার দিবাগত রাত তিনটার সময় ধৃত চোরেরা বাদি মজিবরের বাড়ী থেকে তার চার্জার অটো-রিক্সাটি চুরি করে নিয়ে যাওয়ার সময় টের পেয়ে ধাওয়া করে গ্রামবাসীরা আটক করে থানায় খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চোরদেরকে থানা হেফাজতে নিয়ে আসে। শনিবার অটো চার্জার মালিক মজিবর রহমান মামলা দায়ের করায়, ওই মামলায় ওই দুই চোরকে জেল হাজতে প্রেরন করা হয়।