দিনাজপুরের বিরলে পাইকারী ও খুচরা বাজারে হঠাৎ করেই কাচামরিচের দাম কেজিতে তিনশ টাকা ছুই ছুই। কারন হিসেবে ব্যবসায়ীরা বলছেন মারিচের আমদানী কমে গেছে। অপরদিকে ক্রেতারা এমন দাম বৃদ্ধিতে বেশ বিপাকেই পড়েছেন। তবে আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে ৭মাস বন্ধ থাকার পর শুরু হবে কাচামরিচের আমদানী। আমদানীকারকরা বলছেন ভারতীয় মরিচ দেশে প্রবেশ করলে দাম কমে আসবে।
বিরল উপজেলায় পাইকারী বাজার ও খুচরা বাজারে হঠাৎ করেই বেড়ের গেছে কাচামরিচের দাম। বর্তমানে পাইকারী বাজারে প্রকার ভেদে প্রতি কেজি ২২০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এই মরিচ। তবে খুচরা বাজারে ২৮০ থেকে তিনশ টাকা পর্যন্ত তা বিক্রি হতে দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন বৃষ্টির কারনে বাজারে কাচামরিচের আমদানী কমে আসায় দাম বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে এই কাচামরিচ দাম বেড়েছে কেজিতে ১শ টাকা।
এদিকে মরিচের এমন দামে বেশ বিপাকে পড়েছেন ক্রেতারা। তারা বলছেন দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে টিকে থাকাই এখন কষ্ট হয়ে দাড়িয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, বর্ষার মধ্যে মরিচের আমদানী কমে যাওয়ায় এবং ভারত থেকে আমদানী না থাকায় এমন দাম বেড়েছে।
আমদানী-রপ্তানীকারকের সভাপতি হারুন উর রশিদ বলেন, এদিকে ৭ মাস পর দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে গতকাল শনিবার থেকে ঢুকতে শুরু করবে কাচা মরিচ। আমদানী স্বাভাবিক হলে দাম কমে আসবে বলে জানালেন এই ব্যবসায়ী নেতা।
প্রথম অবস্থায় প্রায় ২হাজার মেট্রিক টন কাচা মরিচ এই স্থলবন্দর দিয়ে ঢোকার অনুমোদন পেয়েছে।