Can't found in the image content. নারায়ণগঞ্জে পাটের গুদামে আগুন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

নারায়ণগঞ্জে পাটের গুদামে আগুন

জেলা প্রতিনিধি | আপডেট: শনিবার, আগস্ট ৬, ২০২২

নারায়ণগঞ্জে পাটের গুদামে আগুন
নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় কুমুদিনি ওয়েল ফেয়ার ট্রাস্টের পাটের গুদামে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

শনিবার (৬ জুলাই) সকাল সোয়া ১১টায় প্রতিষ্ঠানটির ছয় নম্বর পাটের গুদামে এ আগুন লাগে। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, গুদামের ভেতরে ২০-৩০ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ গেটের সামনে তারা আগুন দেখতে পান। সে সময় শ্রমিকরা চিৎকার করে অন্য গেট দিয়ে বাইরে বেরিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন জানান, সকাল সকাল ১১টা ১৭ মিনিটে গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি, তদন্তে বেরিয়ে আসবে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরে বলা সম্ভব হবে।