Can't found in the image content. ঝালকাঠির ফিলিং ষ্টেশনে পুলিশ মোতায়েন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ঝালকাঠির ফিলিং ষ্টেশনে পুলিশ মোতায়েন

ঝালকাঠি, প্রতিনিধি | আপডেট: শনিবার, আগস্ট ৬, ২০২২

ঝালকাঠির ফিলিং ষ্টেশনে পুলিশ মোতায়েন
প্রজ্ঞাপন জারির সংবাদ টেলিভিশনে দেখার পর ঝালকাঠির ফিলিং ষ্টেশনগুলোতে উপচেপড়া ভীর লেগেছে। এর ভিতর বাইকারদের সংখ্যা ছিলো ৭০ ভাগ। পাম্প মালিকরা নিজেদের প্রতিষ্ঠানের নিরাপত্তায় পুলিশ চেয়ে নিয়েছে।

ঝালকাঠির নলছিটি উপজেলার ষাইট পাকিয়া আনযার ফিলিং ষ্টেশন, খয়রাবাদ বেলী ফিলিং ষ্টেশন, রাজাপুর উপজেলার উত্তর বাঘড়ি ইউশা ফিলিং ষ্টেশন এবং প্রান্ত ফিলিং ষ্টেশনে জ্বালানী তেল বিক্রি চলমান ছিলো। 

রাজাপুরের ইউশা ফিলিং ষ্টেশনের স্বত্বাধীকারী মীর আহসান পারভেজ ফ্রিডমবাংলাকে বলেন সরকারের  জারিকরা প্রজ্ঞাপনে নতুন দামে তেল বিক্রির সময় শুরু রাত ১২টা থেকে। কিন্তু আমি আমার দুটো পাম্পে 
ভোর পর্যন্ত আগের দামে তেল বিক্রির ঘোষনা দিয়েছি। তবে কাষ্টমারদের উপচে পড়া ভীর সামলাতে আমি পুলিশের সহযোগীতা নিয়েছি।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় বলেন রাজাপুরের ফিলিং ষ্টেশনে রাত ১১ টায় ফোর্স পাঠিয়েছি।  সেখানে জ্বালানী তেল ক্রেতাদের ভীর সামলাতে পাম্প কর্তৃপক্ষকে হিমসিম খেতে হয়েছে।

বাইক চালক ইমতিয়াজ, প্রাইভেটকার মালিক বরকত হোসেন, বলেন পাম্পে ভীর বেশি থাকায় তেল দিতে দেরী হয়েছে। কিন্তু আমরা যারা এসেছি সবাই তেল পেয়েছি।