Can't found in the image content. ভীমরুলীর ভাসমান হাটে পরিচ্ছন্নতা অভিযান | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪ |

EN

ভীমরুলীর ভাসমান হাটে পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠি, প্রতিনিধি | আপডেট: শনিবার, আগস্ট ৬, ২০২২

ভীমরুলীর ভাসমান হাটে পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠি সদর উপজেলার ৫নং কীর্ত্তিপাশা ইউনিয়নের ভীমরুলী গ্রামে পেয়ারার ভাসমান হাটে বিশেষ সচেতনতামূলক মাইকিং এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৫ আগষ্ট জেলা প্রশাসন, ঝালকাঠির আয়োজনে অভিযানে সহযোগিতা করেছে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস।

সংগঠনটির সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা, দপ্তর সম্পাদক ফেরদৌস কবির অভিক, ক্রীড়া সম্পাদক জাকারিয়া রাব্বি, সাংস্কৃতিক সম্পাদক রাইয়ান বিন কামাল, ইয়াস ব্লাড ব্যাংকের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন ভূইঁয়া, সদস্য মোঃ রাব্বি সহ স্থানীয় প্রশাসন এর সদস্যরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী অভিযান চলাকালে ইয়াসের সেচ্ছাসেবী সদস্যরা পর্যটকদের দৃষ্টি আকর্ষন করে সচেতনতার লক্ষ্যে মাইকিং করে পেয়ারা বাগান ও ভাসমান পেয়ারা বাজার এলাকায় যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে বলেন। তারা পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিকের বোতল, ওয়ান টাইম গ্লাস, প্লেট, পলি জাতীয় পদার্থ পানিতে ফেলা থেকে বিরত থাকার আহ্ববান জানান।

জীববৈচিত্র রক্ষায় সকলকে বাজারের আশে পাশে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো থেকেও বিরত থাকতে আহবান জানানো হয় এ অভিযানে।