যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭৩ তম তম জন্মবার্ষিকী এ উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে, শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে স্হাপিত শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুস্পস্তবক অর্পণ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান, জেলা পুলিশ সুপার রাফিউল আলম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম,স্হানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডি ডি)মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, নাজমুল হুদা, আশরাফুল ইসলাম ভূঁইয়া,এ্যাড.পল্লব ভট্টচার্য প্রফেসর হাসানুজ্জামান মালেক, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সহ আরো অনেকেই।
পরে শেখ কামালের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া ও মেহেরপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন গুলো নানা ধরনের কর্মসূচি পালন করে।