নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, আগস্ট ৪, ২০২১
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এম হোসেন কটন অ্যান্ড স্পিনিং মিলের ইউনাইটেড লেদারের কেমিক্যালের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের প্রচেষ্টায় বুধবার বেলা ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দেবাশীষ বর্ধন বিষয়টি নিশ্চিত করেছেন।
এখন পর্যন্ত গোডাউনের কিছু অংশে বিক্ষিপ্তভাবে ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে বুধবার বেলা ১২টার দিকে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকার ইউনাইটেড লেদার কারখানার ওই কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, বেলা ১২টার দিকে কেমিক্যাল গোডাউনে হঠাৎ করে আগুন ধরে যায়। আগুন জ্বলতে দেখে ভেতরে থাকা শ্রমিকরা দ্রুত বেরিয়ে পড়েন। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকে।