ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

তদন্ত কমিটি

ফুলবাড়ীেত রেল ক্রসিংয়ে দায়িত্বহীনতার অভিযোগে গেটম্যান প্রত্যাহার

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: শুক্রবার, আগস্ট ৫, ২০২২

ফুলবাড়ীেত রেল ক্রসিংয়ে দায়িত্বহীনতার অভিযোগে গেটম্যান প্রত্যাহার
দিনাজপুরের ফুলবাড়ীেত রেল ক্রসিংয়ে দায়িত্বহীনতার অভিযোগে গেটম্যান আব্দুল্লাহ আল মামুনকে প্রত্যাহার করেছেন তদন্ত কমিটি। বৃহস্পতিবার বিকেলে তাকে প্রত্যাহার করা সহ তদন্ত রির্পোট জমাদেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন পার্বতিপুর রেলওয়ের সহকারী প্রকৌশলী (সিগনাল) মকছেদুল ইসলাম।

উল্লেখ্য গত( ১লা আগষ্ট) সোমবার সকালে পৌর শহরের রেলগেট বন্ধ করার পূর্বে রেলগেট অতিক্রম করে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেন, এতে  অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় পথচারীসহ যানবাহন । এঘটনায়  ওদিন পার্বতিপুর রেলওয়ের সিনিয়র সহকারী প্রকৌশলী (সিগনাল) মকছেদুল ইসলামকে আহবায়ক করে তিন সসদস্য ববিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।কমিটির অন্য সদস্যরা হলেন জুনিয়র ট্রাফিক ইনসপেক্টর হাবিবুর রহমান ও সিনিয়র সাব এসিসটেন্ট ইঞ্জিনিয়ার আল আমিন। প্রাথমিক তদন্তে অভিযুক্ত গেটম্যান আব্দুল্লাহ আল মামুনের কর্ত্যবে অবহেলার প্রমান পাওয়ায় তাকে রেলওয়ে পশ্চিম বিভাগীয় অতিরিক্ত মহাব্যাবস্থাপকের কার্যলয় পাকশিতে প্রত্যাহার করা হয়।

তদন্ত কমিটির আহব্বায়ক মো. মকছেদুল ইসলাম  জানান, তদন্তে গেটম্যান আব্দুল্লাহ আল মামুনের কর্তব্যে  শতভাগ অবহেলার প্রমান পাওয়া গেছে। গেটম্যান আব্দুল্লাহ আল মামুককে প্রত্যাহার করে বিভাগীয় কার্যালয় পাকশিতে সংযুক্ত করা হয়েছে। এবং তদন্ত রিপোর্ট পাঠানো হয়েছে।