Can't found in the image content. ‌মে‌য়ের জন্ম‌দি‌নে এক বাবার ব্য‌তিক্রমী উ‌দ্যোগ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

‌মে‌য়ের জন্ম‌দি‌নে এক বাবার ব্য‌তিক্রমী উ‌দ্যোগ

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ৪, ২০২২

‌মে‌য়ের জন্ম‌দি‌নে এক বাবার ব্য‌তিক্রমী উ‌দ্যোগ
জন্ম‌দিন শব্দ‌টি শুন‌লেই চো‌খে ভে‌সে ও‌ঠে কে‌ক কাটা, গান-বাজনা, আনন্দ-উল্লাস সহ নানা রকমের চিত্র।

 মানুষ নানা আ‌য়োজ‌নের মাধ্য‌ দিয়ে সাম‌র্থ্য অনুযায়ী যে যারমত আনন্দ প্রকাশ ক‌রে থাকে এই বিশেষ দিনটিতে । প্র‌তি‌টি বাবা তার ছে‌লে মে‌য়ে‌দের জন্ম‌দিনকে স্মৃ‌তি ক‌রে রাখ‌তে ব্যয় ক‌রেন প্রচুর অর্থ,দামী দামী উপহারও কিনেদেন।  কিন্তু দিনাজপু‌রের ফুলবাড়ী‌তে মে‌য়ের জন্ম‌দিন ব্য‌তিক্রমভা‌বে পালন কর‌লেন এক ব্যবসা‌য়ী বাবা। মে‌য়ের জন্ম‌দিন পালন ক‌রে‌ছেন পার্শ্ববর্তী ছোট যমুনা নদী‌তে দেশীয় পোনামাছ অবমুক্তকর‌ণের মাধ্য‌দিয়ে।

 বৃহস্প‌তিবার(৪আগস্ট) ফুলবাড়ী উপ‌জেলা স্বর্ণ শ্র‌মিক ও কর্মচারী ইউ‌নিয়‌নের আহ্বায়ক মা‌নিক মন্ড‌ল ও সান‌জিদা মন্ডল দম্প‌তির একমাত্র মে‌য়ে মোছা. মুসরাত তাবাসসুম ই‌ষ্টি'র ৮ম জন্মদিন ছিল।  প্রচ‌লিত জন্ম‌দি‌নের মত ছিলন‌া কোন কেক কাটা, গান-বাজনা কিংবা হৈ-হু‌ল্লোড়। মে‌য়ের জন্ম‌দি‌ন উপল‌ক্ষে পার্শ্ববর্তী ছোট যমুনা নদী‌তে ৫কে‌জি দে‌শি মা‌ছের পোনা অবমুক্ত ক‌রেন ঐ ব্যাবসায়ী। বাবার এমন ব্য‌তিক্রমী জন্ম‌দিন আ‌য়োজ‌নে মে‌য়ে মুসরাত তাবাসসুম ই‌ষ্টিও খু‌শি।

ব্য‌তিক্রমী জন্ম‌দিন পালনের বিষ‌য়ে ফুলবাড়ী উপ‌জেলা স্বর্ণ শ্র‌মিক ও কর্মচারী ইউ‌নিয়‌নের আহ্বায়ক মো. মা‌নিক মন্ডল ব‌লেন, দেশ ও মানু‌ষের জন্য কিছু করার মা‌ঝে যে আনন্দ র‌য়েছে এই চেতনার সা‌থে মে‌য়ে‌কে প‌রি‌চিত করা‌তেই প্র‌তিবছর ব্য‌তিক্রমভা‌বে তার জন্ম‌দিন পালন করি।

পোনা অবমুক্তকরণ প্রস‌ঙ্গে ব‌লেন, ছোট যমুনা নদী‌তে একসময় প্রচুর দেশি মাছ পাওয়া গে‌লেও কা‌লের বিবর্ত‌নে এখন পাওয়া যায় না। মে‌য়ের জন্ম‌দি‌নে অপচয় না ক‌রে আ‌মি আমার অবস্থান থে‌কে নদী‌তে ৫‌কে‌জি পোনা ছে‌ড়ে‌ছি। এটা এক ধর‌নের সদকা‌য়ে জা‌রিয়া। আমার মে‌য়ে ই‌ষ্টি'র জন্য সবার কা‌ছে দোয়া চাই। ও বড় হ‌য়ে সে যেন মানু‌ষের কল্যা‌ণে কাজ কর‌তে পা‌রে।