ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসারের (ইউএনও) ব্যবহৃত সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রধানদের কল দিয়ে টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ ওঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।
বুধবার (৩ আগস্ট) বিকেলে মোবাইল নম্বর ক্লোন করার বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান।
ইউএনও সামসুজ্জামান বলেন, বুধবার সকাল থেকে বিভিন্ন মানুষকে আমার সরকারি ০১৭০৭-৪৪৯০৯০ মোবাইল নম্বরটি থেকে কল করে টাকা চাওয়া হয়েছে। নম্বরটি ক্লোন। ইউনিয়নের চেয়ারম্যানকেও ফোন দিয়ে টাকা চাওয়া হয়েছে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও যাদের কাছে কল করে টাকা চাওয়া হয়েছে তাদের লেনদেন করা থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে ও এ বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়ে আমার ফেইসবুক আইডি থেকে সতর্কবার্তা পোস্ট করা হয়েছে।