ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ |

EN

কলেজে ফিরলেন সেই অধ্যক্ষ, ফুল দিয়ে বরণ

জেলা প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, আগস্ট ৪, ২০২২

কলেজে ফিরলেন সেই অধ্যক্ষ, ফুল দিয়ে বরণ
কর্মস্থলে ফিরেছেন লাঞ্ছনার শিকার নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের লাঞ্ছিত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) স্বপন কুমার বিশ্বাস। এ সময় তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

বুধবার (৩ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে কলেজে ঢোকার সময় ফুলের মালা দিয়ে বরণ করে নেন শিক্ষক-শিক্ষার্থীরা।

পরে স্বপন কুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, সবাই আজকে আমাকে যে সম্মান দিয়েছে অতীতের সবকিছু ভুলে সামনের দিকে এগিযে যেতে চাই।

এর আগে, গত ১৮ ‍জুন ওই কলেজের ছাত্র রাহুল দেব রায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিকারী ভারতের বিজেপির নেত্রী নুপুর শর্মার সমর্থনে ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়। ওই শিক্ষার্থীর স্ট্যাটাসে স্বপন কুমার বিশ্বাস সমর্থন দিয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুদ্ধ জনতা ওই শিক্ষার্থী ও অধ্যক্ষ স্বপন কুমারকে জুতার মালা পরিয়ে দেয়। এ ঘটনায় উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হলে ১৯ জুন থেকে কলেজটি বন্ধ করে দেয়া হয়।

১৭০ থেকে ১৮০ জনের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে। এরমধ্যে এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে অন্যদের শাক্তের কাজ চলছে।