Can't found in the image content. চায়ের দোকানে রেলের টিকিট বিক্রি | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

চায়ের দোকানে রেলের টিকিট বিক্রি

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: বুধবার, আগস্ট ৩, ২০২২

চায়ের দোকানে রেলের টিকিট বিক্রি
দিনাজপু‌রের ফুলবাড়ীতে রেলের টিকিট কা‌লো বাজা‌রে বি‌ক্রি অভিযোগে অভিযান চালিয়ে জরিমানা আদায়সহ সর্তক করেছেন দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ  অধিদপ্তর।
 
আজ বুধবার (৩আগস্ট) দুপু‌র ১২টায় ফুলবাড়ী রেলও‌য়ে স্টেশ‌নে এই অভিযান পরিচালনা করেন দিনাজপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

জানাগেছে, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দিনাজপুর ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর এ‌র এক‌টি টিম,ফুলবাড়ী রেলওয়ে স্টেশ‌নের প্ল্যাটফ‌র্মে বি‌ভিন্ন চা স্টল, পান স্টলে তল্লাশী চালায়। এসময় মিলন চা স্টলে বেনামী ৮টি টি‌কিট উদ্ধার ক‌রে জব্দ করা হয়। অ‌বৈধ ভা‌বে টি‌কিট সংরক্ষণ করার অপরা‌ধে ভোক্তা অধিকার আইনে মিলন চা স্টল‌কে ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও ও‌য়েচ কুরনি স্ন্যাকবার টি স্টল ও রাজু পান‌স্টোর কে সতর্ক করা হ‌য়ে‌ছে।
 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সেটারী ইনেসপেক্টর জগদিস রায়, ক্যাব সদস্য মাসউদ রানা সহ দিনাজপুর র্যাব ১৩সদস্যগণ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপু‌রের সহকারী পরিচালক মমতাজ বেগম ব‌লেন, আমা‌দের হট লাইনে ফুলবাড়ী ‌রেল স্টেশ‌নে টি‌কিট কা‌লো বাজা‌রির অভিযোগে  প্রায়ই আসে। গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে দিনাজপুর র‌্যাব ১৩'র সহযোগিতায় অভিযা‌নে অভি‌যো‌গের সত্যতা পাওয়া যায়। স্টেশ‌নের প্ল্যাটফ‌র্মের মিলন চা স্ট‌লে ৮‌টি টি‌কিট উদ্ধার ক‌রা হয়,যার কোন‌ো টিকিটই তার নি‌জের না‌মে ক্রয় করা নয়। সাধারণ যাত্রীরা ভোগা‌ন্তির শিকার হওয়ায় ওই চা স্টল‌কে ভোক্তা অধিকার সংরক্ষণ আই‌নে ২০হাজার টাকা জ‌রিমান আদায় করা হয়। অভিযান টের পে‌য়ে ক‌য়েক‌টি দোকানের মা‌লিক পালিয়ে গেছে, তবে তা‌দের‌কেও নজরদা‌রি‌তে রাখা হ‌য়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।