দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যুৎ স্পর্শে হয়ে সাদেকুল ইসলাম(৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়া(কাজীখানা) গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাদেকুল ইসলাম ওই এলাকার বিদ্যুৎ মিস্ত্রি চান মিয়ার দ্বিতীয় সন্তান।
এলাকাবাসী সাখাওয়াত কাজি,হুসেন আলী,শাহাজুল ইসলাম ও পরিবার সূত্রে জানা যায়,ঘরের ভেতর বিদ্যুতের তার ঠিক করার সময় তার আঙুলে শক লাগে। কাছেইতার মা দেখতে পেলে তার বিচ্ছিন্ন করতে ছুটে যায়। ততক্ষণে বিদুৎ স্পর্শ হয়ে সাদেকুলের শরীর নিশতেজ হয়ে গেছে। বিদ্যুৎ মিস্ত্রির বাড়ি হয়েও ওই বাড়িতে কোনো কাট আউট বা মেইন সুইচ কিংবা সার্কিট মেকার ছিল না। পোলের মেইন তার থেকে সরাসরি সংযোগ থাকায় দ্রæত এ মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে বলে তারা জানান।
নিহতের বড় বোন পাখি বেগম বলেন, তার ভাই ঢাকায় কোম্পানিতে চাকরি করতো।হাসপাতালে শয্যাশায়ী বাবাকে দেখতে গত শনিবার বাড়ি এসেই এই মৃত্যু হলো।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদেকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশ্রাফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।