ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, নভেম্বর ২৪, ২০২৪ |

EN

বন্যার্তদের খাদ্য সামগ্রী দিলো ধর্মপাশা থানার ওসি

ধর্মপাশা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, আগস্ট ২, ২০২২

বন্যার্তদের খাদ্য সামগ্রী দিলো ধর্মপাশা থানার ওসি
সুনামগঞ্জের ধর্মপাশায় বন্যায় ক্ষতিগ্রস্থ ১২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২ আগষ্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে ধর্মপাশা থানার  ওসি মো. মিজানুর রহমানের উদ্যোগে ও বাংলাদেশ পাইকারী গরম মসল্লা ব্যবসায়ী সমিতি ঢাকার আর্থিক সহায়তায় থানা প্রাঙ্গনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ কেজি আটা, পিয়াজ ২ কেজি, আলু ৩ কেজি, ১ লিটার তেল, লবণ, খেজুর ও গুঁড়ো দুধ।

খাদ্যসামগ্রী বিতরণকালে বাংলাদেশ পাইকারী গরম মসল্লা ব্যাবসায়ী সমিতির সভাপতি, হাজী হাফেজ মোহাম্মাদ এনায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক হাজী  মোঃ আতিকুল হক,  কোষাধক্ষ্য শহিদুল ইসলাম বাবু, কার্যকরী সদস্য আলা উদ্দিন, কামরুল ইসলাম, রহমতুল্লাহ,আবদুল হান্নান, সামসুল আরেফীন উপস্থিত ছিলেন,ধর্মপাশা থানার এস আই কামাল হোসেন, সোহেল মাহমুদ প্রমুখ ।