বলিউডের প্রাক্তন অভিনেত্রী সানা খান সম্প্রতি নিজের প্রথম হজ করার অভিজ্ঞতা শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ভক্তদের সঙ্গে। ইসলামী জীবনযাপন অনুসরণ করার জন্য গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে আলোচনায় উঠে এসেছিলেন এই প্রাক্তন অভিনেত্রী। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো বেশ সরব তিনি। স্বামী মুফতি আনাস সাইয়েদের সঙ্গে কিছুদিন আগে মক্কায় পবিত্র হজ সেরে এসেছেন তিনি। সেখানে তোলা ছবি এখনো পোস্ট করতে দেখা গেছে সানা খানকে।
বর্তমানে ভারতেই অবস্থান করছেন সানা খান। সপ্তাহখানেক আগে প্রথম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তিনি এবং তার মক্কা সফরকে সহজ করে তোলা ও সার্বিক সহযোগিতার জন্য আল-খালিদ ট্যুরস প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান। তবে সানার ইনস্টাগ্রাম ফিডে ঘুরলেই বোঝা যায়, হজ পালনের সবগুলো ছবিতেই তিনি তার ট্রাভেল পার্টনার প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়েছেন।
মুম্বাইভিত্তিক স্বনামধন্য ভ্রমণ সংস্থা আল-খালিদ ট্যুরস উমরাহ ও হজ প্যাকেজের ব্যবস্থা করে থাকে। তাদেরকেই বেছে নিয়েছিলেন সানা-মুফতি আনাস দম্পতি। সানার শেয়ার করা ছবি থেকেই বোঝা গেছে,হজ করতে গিয়ে মোটা অংকের টাকাই খরচ করেছেন সানা খান। সানা ও তার স্বামী সেখানে বিলাসবহুল হোটেলে থেকেছেন এবং ব্যক্তিগত গাড়িতে চড়ে ভ্রমণ করেছেন। তাই হজ করতে গিয়ে তার মোট খরচের অংক নিয়ে প্রশ্ন জেগেছে অনেকের মনে।
বলিউডপাড়ার বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, আল-খালিদ ট্যুরসের সাধারণ হজ প্যাকেজের খরচ ৭.৭৫ লাখ রূপি। এই প্যাকেজে রয়েছে বিমান ভাড়া, হজের ভিসা ও ড্রাফট, থাকার সুবিধা, ব্যক্তিগত গাড়ি এবং ২৪ ঘন্টা রুম সার্ভিস।
কিন্তু সানা যে ধরনের হোটেলে থেকেছেন তা থেকে অনুমান করা হচ্ছে তিনি ও মুফতি আনাস একটি প্রিমিয়াম প্যাকেজই নিয়েছিলেন। তাই হজ পালনে সানা-আনাসের জনপ্রতি খরচ হয়েছে প্রায় ১০-১২ লাখ রূপি।
এদিকে হজ পালন করে এসে বিভিন্ন ছবি পোস্ট করায় নেটিজেনদের তোপের মুখে পড়েছেন সানা খান। কেউ কেউ ব্যঙ্গ করে বলেছেন, শুধু ছবি তুলতেই হজে গিয়েছিলেন এই প্রাক্তন অভিনেত্রী। তবে এ ব্যাপারে সানার পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি।
সূত্র: সিয়াসাত