Can't found in the image content. চুয়াডাঙ্গা খেলনা অস্ত্র দেখিয়ে দিনে দুপুরে ছিনতাই, আটক ১ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪ |

EN

চুয়াডাঙ্গা খেলনা অস্ত্র দেখিয়ে দিনে দুপুরে ছিনতাই, আটক ১

জেলা প্রতিনিধি | আপডেট: সোমবার, আগস্ট ১, ২০২২

চুয়াডাঙ্গা খেলনা অস্ত্র দেখিয়ে দিনে দুপুরে ছিনতাই, আটক ১
চুয়াডাঙ্গায় খেলনা অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা ১২টার দিকে সদর উপজেলার দশমাইল এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে খেলনা অস্ত্র ও ছিনিয়ে নেয়া বিভিন্ন জিনিসপত্র তার কাছ থেকে উদ্ধার করা হয়। আটকের নাম আজিমুদ্দীন স্বপন (২১)। সে সদর উপজেলার দশমী গ্রামের বরকত আলীর ছেলে।

পুলিশ জানায়, দশমাইল এলাকায় একটি বিলে বিভিন্ন দর্শনার্থীরা ঘুরতে যায়। সোমবার দুপুরে একটি যুগল ওই বিলে ঘুরতে গেলে তাদেরকে জিম্মি করে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখায় স্বপন ও সহযোগী রবিউল। এসময় তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়া হয় নগদ টাকা, মোবইলফোন, আংটিসহ বিভিন্ন জিনিস। পরে স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পারলে ওই দুই ছিনতাইকারীকে আটক করে। পরে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। অভিযুক্ত আরও একজনের ধরতে পুলিশি অভিযান চালানো হচ্ছে।