সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙালভিটা গ্রামে শনিবার রাতে পারিবারিক কলহের জের ধরে স্বামী আবেল সাংমার (৫৫) লোহার পাইপের এলোপাতাড়ি আঘাতে স্ত্রী রুজানি দাজেল (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় ওই গ্রাম থেকে রবিবার সকাল ১০টার দিকে নিহত ওই নারীর লাশ উদ্ধার এবং এই হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই নারীর স্বামীকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।
মধ্যনগর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নবগঠিত মধ্যনগর উপজেলার বাঙালভিটা গ্রামের বাসিন্দা স্বামী আবেল সাংমা তাঁর স্ত্রী রুজানি দাজেলের সঙ্গে বেশ কয়েকদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে কলহ চলে আসছিল।
শনিবার রাত পৌনে আটটার দিকে নিজেদের বসতঘরে খাওয়ার জন্য রান্না করা মোরগের মাংস সুস্বাদু না হওয়া নিয়ে স্বামী স্ত্রী দুজনের মধ্যে বাকবিতণ্ডতা হয়। এক পর্যায়ে ওইদিন রাত আটটার দিকে নিজেদের বসত ঘরের ভেতরে লোহার পাইপ দিয়ে স্ত্রী রুজানি দাজেলকে মাথা,কপালসহ শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি আঘাত করলে গুরুতর আহত হয়ে রুজানি দাজেল অচেতন হয়ে পড়েন। প্রতিবেশি লোকজন রাত ১০টার দিকে স্থানীয় মহিষখলা বাজার থেকে একজন পল্লী চিকিৎসক ডেকে আনলে রুজানি দাজেলকে তিনি মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রবিবার সকাল ১০টার দিকে ওই গ্রামের বসতঘরের ভেতরে থেকে নিহত ওই নারীর লাশ উদ্ধার এবং স্বামী আবেল সাংমাকে গ্রেফতার করা হয়।
মধ্যনগর থানার ওসি মো.জাহিদুল হক সাংবাদিকদের বলেন, স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। নিহত ওই নারীর স্বামী আবেল সাংমাকে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় মামলার প্রস্তুতির চলছে।