Can't found in the image content. ‘আপনারা আমাকে বেশি দিন ভুলে থাকতে দেন না’ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

‘আপনারা আমাকে বেশি দিন ভুলে থাকতে দেন না’

বিনোদন ডেস্ক | আপডেট: রবিবার, জুলাই ৩১, ২০২২

‘আপনারা আমাকে বেশি দিন ভুলে থাকতে দেন না’
‘ঢাকায় এটি আমার দ্বিতীয়বারের মতো আশা। ৫ বছরের আগে আর একটি ইভেন্টে আসা হয়েছিল। আপনারা আমাকে বেশি দিন ভুলে থাকতে দেন না। যদি ডাকা হয় তাহলে আমি আবার আসবো। ’ গতকাল ঢাকায় এসে কথাগুলো বলে গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি।

'মিরর' ম্যাগাজিন আয়োজিত 'বায়োজিন কসমেসিউটিক্যালস প্রেসেন্টস ঢাকা ফ্যাশন অ্যান্ড ফেব্রিক এক্সপো ২০২২' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির হতে শনিবার সন্ধ্যায় ঢাকায় আসেন শিল্পা।  রাজধানীর একটি হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানের মঞ্চে রাত রাত ৯ টায় উঠেন তিনি। 

মঞ্চে উঠে তিনি  দেশের ৩০ জনের মতো সফল ব্যবসায়ীর হাতে ক্রেস ও সনদ তুলে দেন। শিল্পার হাত থেকে সম্মাননা গ্রহণ করেন ঢাকাই শোবিজের তারকারা নিরব, বুবলী পূজা চেরি ও ভাবনারা। 

এই আয়োজনে  ইভান শাহরিরায় সোহাগের কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করেন আশনা হাবিব ভাবনা ও পূজা চেরি। র‌্যাম্পে হাটেন বুবলী ও নিরব। আর গান পরিবেশন করেন সংগীত শিল্পী তাহসান খান।