ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৬, ২০২১
রাজধানীর
উত্তরা থেকে বিদেশী পিস্তল
ও গুলিসহ মোঃ মেজবাহ উদ্দিন
সরকার (রুবেল) নামে একজনকে গ্রেফতার
করেছে র্যাব-১
বুধবার
(১৫ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে
ডিএমপি’র উত্তরা পশ্চিম
থানাধীন ৭নং সেক্টরের একটি
বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার
করে।
এসময়
তার কাছ থেকে ১টি
বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ৫০
রাউন্ড গুলি, ১টি পিস্তল বক্স,
২টি পিস্তল কভার, ১টি পিস্তলের লাইসেন্স,
২টি মোবাইল ফোন উদ্ধার করা
হয়।
সামাজিক
যোগাযোগ মাধ্যমে Majbah
Uddin Sarker Robel নামীয় ওই আইডি থেকে
মোঃ মেজবাহ উদ্দিন সরকার (রুবেল) তার দেহরক্ষী ফারুকসহ
অজ্ঞাতনামা আরো ২ জনকে
নিয়ে উত্তরা পশ্চিম থানা এলাকা, টঙ্গী
এলাকাসহ বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার, জনমনে ভীতি সৃষ্টি, প্রকাশ্যে
অস্ত্র প্রদর্শন ও তার ব্যক্তিগত
আইডিতে আপলোড করে অসৎ উদ্দেশ্যে
ওই সব এলাকায় আধিপত্য
বিস্তারের করে আসছিল জানায়
র্যাব।
সহকারী
পুলিশ সুপার নোমান আহমদ বলেন, সামাজিক
যোগাযোগ মাধ্যমে মেজবাহ উদ্দিন সরকার (রুবেল) তার আইডিতে আগ্নেয়াস্ত্র
প্রদর্শন করে জনমনে আতংক
সৃষ্টি করার কিছু স্থিরচিত্র
দেখে র্যাব-১
গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এরি দ্বারাবাহিকতায়
দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে
৭নং সেক্টর থেকে তাকে গ্রেফতার
করে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।