ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪ |

EN

স্মার্টফোন কিনে না দেওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা!

জেলা প্রতিনিধি | আপডেট: শনিবার, জুলাই ৩০, ২০২২

স্মার্টফোন কিনে না দেওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা!
রাজশাহীর তানোরে স্মার্টফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে বণিতা মুর্মু (১৮) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।

গতকাল শুক্রবার (২৯ জুলাই) ভোরে বাড়ির পাশের আমগাছ থেকে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

ওই তরুণী মুণ্ডুমালা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি উপজেলার পাঁচন্দর ইউনিয়নের মোহাম্মদপুর তাল্টিপাড়া গ্রামের হোপনা মুর্মুর মেয়ে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, বণিতা ও তার ছোট ভাই বিলিয়ন মুর্মু অনেক দিন ধরে বাবা-মায়ের কাছে স্মার্টফোনের বায়না করে আসছিল। দরিদ্র কৃষক বাবা-মা অন্যের জমিতে কাজ করে গত ২৮ জুলাই বুধবার ছেলে বিলিয়ন মুর্মুকে একটি স্মার্টফোন কিনে দেন। মেয়ে বণিতাকে পরে কিনে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু ওই তরুণী বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে আবারও ফোনের জন্য বায়না ধরে। এছাড়া ওই স্মার্টফোনটি নিয়ে ভাই-বোনের মধ্যে বাগবিতণ্ডাও হয়। পরে অভিমান করে রাতে ওই তরুণী বাড়ি থেকে বের হয়ে যান। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

শুক্রবার ভোরে বাড়ির পাশের একটি আমগাছে গলায় ওড়না পেঁচানো বণিতার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।