টেকনাফ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের অদূরে সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ৩২ হাজার ইয়াবা ও ৪৭ লক্ষ ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। বৃহস্পতিবার রাতে সেন্টমার্টিন সমুদ্র এলাকা থেকে ইয়াবা ও কারেন্ট জালগুলো উদ্ধার করা হয়।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আশিক আহমেদের নেতৃত্বে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন বাংলাদেশ সীমানায় মায়নমারের একটি ফিশিং বোট দেখা যায়। বোটটির গতিবিধি সন্দেহজনক মনে হলে বোটটিকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু বোটটি না থেমে মায়ানমার সীমানার দিকে দ্রুত গতিতে পালাতে থাকে।
এ সময় কোস্টগার্ড সদস্যরা বোটটি ধাওয়া করলে মায়ানমার ফিসিং বোটটি বেশ কিছু প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে মায়ানমার সীমানায় চলে যায়।পরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া বস্তাগুলো তল্লাশি করে ৩২ হাজার পিস ইয়াবা ও ৪৭ লাখ ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১৭ কোটি৬২ লাখটাকা।