ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম শাহীন (৩৫)।
শুক্রবার ভোর ৫টা ৩০ মিনিটে দাগনভূঁঞার মাতুভূঁঞা ইউনিয়নের সালাম নগরে এই ঘটনা ঘটে। শাহীন রংপুর জেলার পীরগঞ্জের বিষ্ণপুর গ্রামের খাজা মিয়ার ছেলে।
মহাসড়ক পুলিশের অফিসার ইনচার্জ জানান, ভোরে শাহীন নোয়াখালীর বসুরহাটে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে নেমে গাইন বাড়ি পাঞ্জেগানা মসজিদে নামাজ পড়ার জন্য থামার সময় পেছন থেকে অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে দুর্ঘটনার শিকার শাহিনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।