Can't found in the image content. ইঞ্জিন বিকল, ভৈরব-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ইঞ্জিন বিকল, ভৈরব-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি | আপডেট: শুক্রবার, জুলাই ২৯, ২০২২

ইঞ্জিন বিকল, ভৈরব-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

ফাইল ছবি

কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা রেলস্টেশনের কাছে আন্তঃনগর এগার‌সিন্দুর প্রভাতি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। শুক্রবার (২৯ জুলাই) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভৈরব-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।


কিশোরগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার ইউসুফ বিষয়টি নিশ্চিত করেন। 


তিনি জানান, আন্তঃনগর এগার‌সিন্দুর প্রভাতি ট্রে‌নটি ঢাকায় যাওয়ার সময় কটিয়াদী উপজেলার গ‌চিহাটা রেলস্টেশনের কাছে ইঞ্জিন বিকল হয়ে যায়। বর্তমানে ভৈরব-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। খবর পেয়ে আখাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা দিয়েছে। উদ্ধারকারী ট্রেনটিও ভৈরব স্টেশন পার হয়েছে। ঘণ্টা খানেকের মধ্যেই রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে যাবে।