ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

বন্যায় ক্ষতিগ্রস্ত ৬২ পরিবারের মাঝে নতুন ঘর নির্মাণের সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, জুলাই ২৮, ২০২২

বন্যায় ক্ষতিগ্রস্ত ৬২ পরিবারের মাঝে নতুন ঘর নির্মাণের সামগ্রী বিতরণ
ঢাকার গুলশান সোসাইটি জামে মসজিদের মুসল্লীদের নিজস্ব অর্থায়নে, নেত্রকোনার মদন ও খলিয়াজুরী উপজেলার বন‍্যায় ক্ষতিগ্রস্ত ৬২টি পরিবারের মাঝে নতুন ঘর নির্মাণের জন‍্য ঢেউটিন, টুয়া, সিমেন্টের পালা, কাঠের বর্গা- চটি ও নির্মাণ খরচ বাবত নগদ ৫০০০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ জুলাই) মদন পৌরসভার জাহাঙ্গীর পুর দেওয়ান বাড়িতে দেওয়ান বখতাওয়ার হোসেনের সহযোগিতায় মসজিদের মুসল্লী কমিটির নেতৃবৃন্দ আব্দুস শাকুর চৌধুরী, ফাহফুজুর রহমান, জাহিদ উল ইসলাম উপস্থিতিতে এই নির্মাণ সামগ্রী বিতরণ হয়েছে। 

উপকারভোগী রেহেনা আক্তার, মমতা বেগম, নয়ন মিয়া, গোলাম মস্তুফা জুলু, সাহেদ মিয়া, মোহাম্মদ আলী, হাতিম মিয়া, নুরজাহান বেগম, তাসলিমা, আলেয়া খাতুন, হাজেরা, তৌহিদা খাতুন, হানিফ মিয়া, আলীম উদ্দিন ও আব্দুর রহিম জানান, বন‍্যার সময় উনারা ত্রাণ সহায়তা দিতে গিয়ে আমাদের বসত ঘর বন্যার পানির স্রোতে ভেঙ্গে পরার করুণ দৃশ‍্য দেখেছেন। সে সময় আমাদের ঘরবাড়ি ছবি তোলে তালিকা করে নিয়ে ছিলেন। আজ উনারা আমাদেরকে ঘর নির্মাণের জন‍্য এই সহযোগিতা করেছেন। এতে আমরা সবাই উনাদের নিকট কৃতজ্ঞ।