মৎস সপ্তাহ উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১১হাজার ৫শ মিটার, ১৭৫টি অবৈধ কারেন্ট জাল জব্দ সহ তিনজন ব্যবসায়ীকে ২০হাজার ৫শ টাকা জরিমানা আদায়।
গত মঙ্গলবার বিকেল থেকে সন্ধা পর্যন্ত পৌর শহর সহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই অবৈধ কারেন্ট জাল জব্দ সহ জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামিমা আক্তার জাহান।
অভিযান চলাকালে অবৈধ কারেন্ট জাল গুদামজাত ও বিপননের অপরাধে মৎস আইনে পৌর শহরের ব্যবসায়ী সুদর্শন কে ১৫হাজার টাকা,লাইসেন্স ছাড়াই মাছের খাবার বিক্রির অপরাধে শিবনগর ইউনয়ের মালিপাড়া এলাকার মেনহাজুল ইসলামকে ৫হাজার টাকা এবং উপজেলার কাজিহাল ইউনিয়নের আটপুকুর হাটের এক জাল বিক্রেতাকে ৫শ টাকা জরিমানা আদায় সহ অবৈধ কারেন্ট জাল জব্দ করেন ভ্রাম্যমান আদালত।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা মাজনুন্নাহার মায়া সহ থানা পুলিশ,আনছার সদস্য ও ভুমি অফিস এবং মৎস অফিসের কর্মকর্তা কমচারীগণ।
অভিযান শেষে সন্ধায় উপজেলা চত্বরে সকলের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল আগুল জালিয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামিমা আক্তার জাহান বলেন,উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে ২০হাজার ৫শ টাকা জরিমানা আদায় সহ ১১হাজার ৫শ মিটার ১৭৫টি অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মুল্য ৬০হাজার টাকা।