রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৯ জন আহত হয়েছেন। বুধবার (২৭ জুলাই) সকালে উপজেলার সাজেক-বাঘাইহাট সড়কের নন্দারাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি সকালে মাচালং থেকে যাত্রী নিয়ে দ্রুত গতিতে বাঘাইহাট বাজারে যাওয়ার সময় নন্দারাম এলাকায় হঠাৎ উল্টে যায়। এতে গাড়িতে থাকা যাত্রীরা সবাই আহত হয়। আহতদের সবাই স্থানীয় বাসিন্দা।
স্থানীয় আরও জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। রবি চাকমার (৪০) ডান পা ভেঙে গেছে ও সামি উদ্দিনের (৪৭) বাম হাত ভেঙে মারাত্মক আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘাইহাট সেনাবাহিনীর সহায়তায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়িটি সকালে মাচালং থেকে স্থানীয় কিছু যাত্রী নিয়ে বাঘাইহাট বাজারে যাচ্ছিল। চলন্ত অবস্থায় হঠাৎ ব্রেক করার কারণে গাড়িটি সড়কের ওপর উল্টে যায়। অতিরিক্ত গতির কারণেই এমনটি হয়েছে। এ বিষয়ে পুলিশ দ্রুত আইনি ব্যবস্থা নেবে।