Can't found in the image content. শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে নগদ ৮০ হাজার টাকাসহ ১২জুয়ারী আটক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে নগদ ৮০ হাজার টাকাসহ ১২জুয়ারী আটক

জেলা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, জুলাই ২৬, ২০২২

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে নগদ ৮০ হাজার টাকাসহ ১২জুয়ারী আটক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশেষ অভিযানে নগদ ৮০ হাজার টাকাসহ ১২ জুয়ারীকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। সোমবার (২৫ জুলাই) রাত ১০ টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাশীর বাজার এলাকায় ফিশারীর পাড়ে নির্মিত কামাল মিয়ার ঘর থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। 

এসময় জুয়াড়িদের সাথে ঘরে জুয়া খেলা অবস্থায় থাকা ফিশারীর মালিক কামাল মিয়া কৌশলে পালিয়ে যায়।
এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ৮০ হাজার টাকা, কয়েক প্যাকেট তাশ (প্লেকার্ড) উদ্ধার করেন।

আটককৃতরা হলেন, মান্নান মিয়া (৩৭), আজাদ মিয়া (৩৯), মো. উমর আলী (৪১), ময়না মিয়া (৪২), সফিক মিয়া (৪০), মনির হোসেন (৩৮), কফিল মিয়া (৪০), রফিক মিয়া (৩৬), বলিল মিয়া (৫০), চুনু মিয়া (৪৮), সামছু মিয়া (৪০) ফরমান মিয়া (৪২)। আটককৃতরা সবাই মৌলভীবাজার, বানিয়াচং, বাহুবল ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা সোমবার রাতে কামাল মিয়ার ফিসারী এলাকা থেকে জুয়া খেলার সময় তাদের হাতে নাতে আটক করা। 

তিনি আরো জানান, জুয়া আইনে মামলা নিয়ে আটককৃতদের মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার কোট হাজতে প্রেরণ করা হয়।
এসময় আমাদের উপস্থিতি টের পেয়ে ফিসারীর মালিক কামাল মিয়া (৪৮) কৌশলে পালিয়ে যায়।