খাগড়াছড়িতে ইলেকট্রনিক্স সরঞ্জানে দাম বৃদ্ধিতে অর্থদন্ড দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার সকালে শহীদ কাদের সড়কের হাসান প্লাজার ওয়ালটন শো-রুমে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পাপিয়া সুলতানা লীজা।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪০ ধারায় ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্যে নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে টেগ লাগানোর দায়ে ওয়ালটন প্লাজাকে ৪০ জাহার টাকা অর্থ দন্ড জরিমানা প্রদান করা হয়।
এছাড়া মেসার্স মিতাললী হার্ডওয়্যার এর মালিক নোবেল ঘোষকে ফ্যানের নতুন ট্রেক বসানোর দায়ে ৮ হাজার টাকা জরিমানা, মিজবাহ টেকনোলজি এর মালিকে নতুন টেগ বসানো ও ক্রয় ভাউসার না রাখার কারনে আব্বাস উদ্দিন রিয়াজকে ৮ হাজার টাকা ও মেসার্স আল-মনসুর টেডিং কোং এর আসিফ আলম খান কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং পণ্যের মোরকে থাকা নির্ধারীত মূল্যে মালামাল বিক্রয় করার কথা বলেন। তিনি জানান উচ্চমূলে বিভিন্ন প্রকার ইলেকট্রনিক্স আইটেম বিশেষ করে ফ্যান বিক্রয়ের ভোক্তাদের অভিযোগ পেয়ে এ অভিযান চালানো হয়েছে।