Can't found in the image content.
জেলা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, জুলাই ২৬, ২০২২
ফেনী পৌরসভা এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। আজ সকালে পৌরসভার নাজির রোডের আনোয়ার উল্লাহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে একজন ও ফেনী জেনারেল হাসপাতালে বাকি দুজনের মৃত্যু হয়। তারা পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, এই শ্রমিকরা নির্মাণাধীন বাড়িটির সেপটিক ট্যাংকের ওপর টিনের বেড়া দিয়ে বসবাস করতেন এবং বিভিন্ন জায়গায় কাজ করতেন। আজ ফেনীতে বৃষ্টি হওয়ায় তারা কাজে যাননি এবং সেখানে ঘুমিয়েছিলেন।
বাড়ির সেপটিক ট্যাংকে গ্যাস জমে বিকট শব্দে বিস্ফোরণে ভবনের নিচতলাসহ দ্বিতীয় তলার ছাদ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় দুজন শ্রমিক গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একই সময় ফায়ার সার্ভিস কর্মীরা সেপটিক ট্যাংকের ভেতর থেকে আরেক শ্রমিকের মরদেহ উদ্ধার করে।
তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।