দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা ছাত্রলীগের সকল ইউনিয়নের সভাপতি ও সম্পাদকসহ প্রত্যেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক।
সোমবার (২৫ জুলাই) দুপুর ২টায় উপজেলার দলার দরগা আল-জামিয়া ইসলামিয়া ও এতিমখানা মাদরাসা পরিদর্শন শেষে উপজেলা ছাত্রলীগকে তিনি এই নির্দেশনা দেন।
শিবলী সাদিক বলেন, ছাত্রলীগকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। এ লক্ষ্যে সর্বপ্রথম সভাপতি ও সম্পাদকদের এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি।
এর আগে সংসদ সদস্য উপজেলার শেরনগর পূর্বপাড়া জামে মসজিদের ছাদ ঢালায়ের কাজের উদ্বোধন করেন। এ সময় শিবলী সাদিক তার ব্যক্তিগত তহবিল থেকে ১ লাখ টাকা দেন।
তিনি আরও বলেন, আমি শিবলী সাদিক আপনাদের এমপি। জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি যতদিন বেঁচে আছি সবার পাশে থাকবো। নিজের তহবিল থেকে করোনাকালীন সময়ে চার উপজেলার অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি।
তিনি বলেন, আমরা জন্ম নিয়েছি একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। ক্ষনিকের দুনিয়াতে সকলের সঙ্গে মিলেমিশে থাকতে চাই। ছাত্রলীগরা অল্প বয়েস থেকে যদি নামাজ আদায় করে তাহলে কোনো প্রকার খারাপ কাজের দিকে ধাবিত হবে না। সেই সঙ্গে মাদক সেবন বা গ্রহণ থেকেও দূরে থাকবে। তাহলে তাদের জীবন অনেক সুন্দর হবে।