ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ |

EN

ময়মনসিংহে আবির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

মোঃ রাসেল হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি | আপডেট: সোমবার, জুলাই ২৫, ২০২২

ময়মনসিংহে আবির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
ময়মনসিংহের ত্রিশালে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোঃ আবির (১৮) নামে এক যুবলীগ কর্মী হত্যার ঘটনায় আসামীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে  এলাকাবাসী। সোমবার দুপুরে মহানগরীর শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে কৃষ্টপুর এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় আবির হত্যায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবি করে বক্তব্য দেন- নিহতের পিতা আবুল কালাম, মা পান্না বেগম, বড় বোন রিতু আক্তার, স্ত্রী আনিকা বেগম, ভাবি মনি আক্তার, ফুপু ঝর্ণা, শ্বাশুড়ি পপি আক্তার, খালা শ্বাশুড়ি লিপি আক্তার এবং এলাকাবাসীর পক্ষে মোঃ রাব্বি, মোঃ রমজান, মোঃ নজরুল, মোঃ নাঈমসহ প্রমূখ। মানববন্ধনে বক্তারা, আবির হত্যায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারের জোর দাবি জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানিয়ে বলেন, আসামিরা প্রকাশ্যে এলাকায় ঘুরাফিরা করছে এবং বিভিন্ন হুমকি দিয়ে যাচ্ছে। 

প্রসঙ্গত, গত ২১ জুলাই বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে ময়মনসিংহের ত্রিশালের নজরুল একাডেমীর ডাকবাংলোর সামনে সড়কে দূবৃৃত্তের ছুরিকাঘাতে নিহত হয় আবির। নিহত আবীর ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর দিল রওশন জামে মসজিদ এলাকার ভাঙারি ব্যবসায়ী আবুল কালামের ছেলে।